পিরোজপুরের নাজিরপুর উপজেলায় সমীরণ মজুমদার (৪২) নামে এক শিক্ষক কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ ঘটনায় তার স্ত্রী স্বপ্না মজুমদার (২৮) গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ মার্চ) দিনগত রাত ৩টার দিকে উপজেলার মাটিভাঙা ইউনিয়নের পশ্চিম বানিয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। সমীরণ মজুমদার পশ্চিম বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি পশ্চিম বানিয়ারি গ্রামের শৈলেন্দু মজুমদারের ছেলে।
সংশ্লিষ্ট থানা পুলিশ জানায়- রাতে ঘরের সিঁদ কেটে অজ্ঞাত সন্ত্রাসীরা সমীরণ ও তার স্ত্রীকে কুপিয়ে জখম করে। এসময় তাদের চিৎকারে তার পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় সমীরণ ও তার স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোর ৫টার দিকে সমীরণ মারা যান। স্বপ্না মজুমদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বরিশালটাইমসকে বলেন- জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক জনকে আটক করা হয়েছে।
সমীরণের লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
শিরোনামপিরোজপুর