৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিরোজপুরে হত্যা মামলায় আ’লীগ সভাপতি জেল হাজতে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৮ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০১৭

মঠবাড়ীয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস হত্যা মামলার আসামি হওয়ায় পিরোজপুরের মঠবাড়ীয়ার পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঠবাড়িয়ায় যুবলীগ কর্মী লিটন পণ্ডিত হত্যা মামলার প্রধান আসামি তিনি।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন পৌর মেয়র। পরে বিচারক মো. বেল্যাল হোসেন জামিন আবেদন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

এদিকে মেয়র ফেরদৌসকে কারাগারে পাঠানোর প্রতিবাদে পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে তার সমর্থকরা।

গত বছরের ২৫ জুলাই মঠবাড়িয়ায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্র“পের সংঘর্ষে যুবলীগকর্মী লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌসসহ ১৫ জনকে আসামি করা হয়।

32 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন