৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিরোজপুরে ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩২ অপরাহ্ণ, ২৮ মে ২০১৬

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ভোলমারার চর গ্রামে ১৫ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। শুক্রবার (২৭ মে) বিকেলে বলেশ্বর নদের তীরবর্তী একটি কেওয়া বন থেকে সাপটি ঊদ্ধার করে গ্রামবাসী।

 

স্থানীয় বড় মাছুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির হোসেন জানান, শুক্রবার বিকেলে কৃষক রুহুল আমিন কেওয়া বনে সাপটিকে দেখতে পান। খবর পেয়ে গ্রামের লোকজন গিয়ে সাপটি ধরে। পরে অজগরটি স্থানীয় ইউপি সদস্য আশরাফ আলীর কাছে রেখে দেওয়া হয়।

 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফরিদ উদ্দিন শনিবার দুপুর পৌনে ১২টায় জানান, সাপটি সুন্দরবনে অবমুক্ত করার জন্য বন বিভাগকে খবর দেওয়া হয়েছে।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন