পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ২’শ পিস ইয়াবাসহ সোহাগ শেখ (২৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। শুক্রবার (০৮ ডিসেম্বর) তাকে দুপুরে হোগলাবুনিয়া গ্রাম থেকে আটক করা হয়।
আটক সোহাগ শেখ উপজেলার পাতিলাখালী গ্রামে বাসিন্দা।
পুলিশ জানিয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে হোগলাবুনিয়া গ্রাম থেকে সোহাগ শেখকে আটক করা হয়। ওই সময় তার শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়।
নাজিরপুর থানার ওসি হাবিবুর রহমান বরিশালটাইমসকে বলেন- সোহাগ একটি মাদক মামলার পলাতক আসামি।
এ ঘটনায় তার বিরুদ্ধে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
পিরোজপুর