পিরোজপুর: পিরোজপুরে মঠবাড়িয়া উপজেলায় তুষখালী বাসস্ট্যান্ডে একটি তেলের দোকানসহ দুই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সোয়া ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবদুল হক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পিরোজপুরের বরিশাল ও ঝালকাঠির পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে।
উপজেলার তুষখালী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান হাওলাদার জানান, বৃহস্পতিবার সকালে তুষখালী বাজারের বাসস্ট্যান্ড এলাকায় তরিকুল ইসলামের তেলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন ছড়িয়ে পড়লে তরিকুল ও তার পাশে হারুনের ভাঙ্গারির দোকান পুড়ে যায়। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর