পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামে কলেজছাত্র রুবেল আপন (১৭) হত্যার দায়ে তিনজনের ফাঁসি ও চারজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
এছাড়া ফাঁসির আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে পিরোজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসএম জিল্লুর রহমান এ আদেশ দেন।
ফাঁসির আদেশপ্রাপ্তরা হলেন-উত্তর মিঠাখালী গ্রামের ডালিম জমাদ্দারের ছেলে মিরাজ (২৫), হারুনের ছেলে আব্দুল জলিল (২৫) ও মৃত আব্দুল মান্নানের ছেলে কালাম (২৫)।
এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- উত্তর মিঠাখালী গ্রামের মৃত ফারুকের ছেলে জাহিদুল ইসলাম নিপুন (৬০), মৃত মোতাহার খানের ছেলে মান্নান খান (৫৫), মৃত হোসেন খানের ছেলে ফারুক খান ও মান্নান খানের শ্যালক বাগেরহাটের শরনখোলার মৃত মোশারফ হোসেনের ছেলে রিয়াজ (৩৫)।
আদালত সূত্র জানায়, ২০০৮ সালের ২২ জুন সন্ধ্যায় আসামিরা মঠবাড়িয়া উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের হাবিবুর রহমান আকনের ছেলে স্থানীয় সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র রুবেলকে মোবাইলে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে স্থানীয় শাখারিকাঠী ভারানীখালের পাশে সুপারি বাগানে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে।
ঘটনার পরদিন সকালে স্থানীয়রা ভারানী খালে রুবেলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের বাবা হাবিবুর বাদী হয়ে ওইদিনই সাতজনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা করেন।
হত্যার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়, রুবেলের সঙ্গে আসামি হান্নানের মেয়ের প্রেম ও আসামি ফারুকের সঙ্গে জমি-জমা সংক্রান্ত বিরোধ ছিল।
মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মিরাজ ছাড়া সব আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষে সরকারি কৌসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন ও আসামিপক্ষে সিরাজুল ইসলাম, মো. শাহ আলম ও আহসানুল কবির বাদল মামলা পরিচালনা করেন।
টাইমস স্পেশাল, পিরোজপুর