পিরোজপুরে ৫৪ জনের মধ্যে ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৩২ জনের মনোনয়ন বাতিল
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পিরোজপুরে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দিন ছিল রোববার। মনোনয়ন প্রত্যাশিত ৫৪ জন প্রার্থীর মধ্যে ৩২ জন প্রার্থীর আবেদন বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।
এদের মধ্যে ২ জন চেয়ারম্যান প্রার্থী এবং সংরক্ষিত আসন ও সাধারণ ওয়ার্ডের মোট ২৩ জন প্রার্থীর মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
সকালে পিরোজপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, নির্বাচনী হলফনামায় ভুল তথ্য পরিবেশন, প্রস্তাবকারীর স্বাক্ষরে অমিল থাকাসহ বেশ কয়েকটি হলফনামায় তথ্য গোপন করায় ওই ৩২ জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে বাতিলকৃত প্রার্থীরা আগামী ১৯, ২০ ও ২১ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। নির্বাচনে এখন ৪ জন চেয়ারম্যান ও ২২ জন সাধারণ ও সংরক্ষিত প্রার্থী মাঠে রয়েছেন।
আগামী ১৭ অক্টোবর সারা দেশের ৬১টি জেলা পরিষদে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই ৬১টি পরিষদের মধ্যে আওয়ামী লীগের একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী পিরোজপুরের সালমা রহমান হ্যাপী।
পিরোজপুর, বিভাগের খবর