নিজস্ব প্রতিবেদক, বরিশাল ও পিরোজপুর:: পিরোজপুর জেলা কারাগারে হত্যা মামলায় আসামি ও স্থানীয় যুবলীগ নেতা অনিমেষ হালদারের (৩৫) মৃত্যু হয়েছে। আজ রোববার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বুকে ব্যথা ওঠার পর অনিমেষকে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানেই মারা যান তিনি।
অনিমেষ জেলার ইন্দুরকানী উপজেলার চরণী পত্তাশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। তার বাবার নাম মনমথ হালদার।
পিরোজপুর জেলা কারাগারের জেল সুপার মো. শামীম ইকবাল বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানান, বুকে ব্যথা ওঠার পর অনিমেষকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
গত বছর ২৭ জুলাই চরণী পত্তাশী গ্রামে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মধুসুদন হালদারের স্ত্রী গোলাপী রাণী হালদারের (৬৫) লাশ তার নিজ ঘরে পাওয়া যায়। এ ঘটনায় ইন্দুরকানী থানায় প্রথমে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়। ৩০ জুলাই শিক্ষক মধুসুদন বাদী হয়ে অনিমেষসহ দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের নির্দেশে তাকে কারাগারে রাখা হয়েছিল।’
পিরোজপুর, বিভাগের খবর