ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পুটিয়াখালীকে ৭নং ইউনিয়ন হিসেবে ঘোষণার দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার বিকালে উপজেলার মীরের হাটে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ সাইফুল্লাহ, সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ সাহাদাত, যুগ্ম আহবায়ক সৈয়দ আসাদুজ্জামান নূর রূপক, আরিফুর রহমান সিকদার, ইমদাদুল সওদাগর, বদিউজ্জামান বদু, মাসুম বিল্লাহ, নাজিম হাওলাদার রুবেল, সুমন সিকদার, সোহেল মুন্সি ও সদস্য সচিব রায়হান তালুকদার রুম্মান।
মানববন্ধনে বক্তারা বৃহত্তর পুটিয়াখালীকে উপজেলার ৭নং ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণার জোর দাবী জানান। অবিলম্বে এ দাবীর বিষয়ে উদ্যোগ না নেয়া হলে কঠোর আন্দোলনে নামার ঘোষণা দেন বক্তারা। মানববন্ধনে এলাকাবাসীসহ পাঁচ শতাধিক লোক অংশ নেয়।
ঝালকাঠির খবর