পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানো আসামি ১৭ দিন পর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মাদকসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ১৭ দিন পর ইসমাইল হোসেন বয়াতি (৫০) নামের সেই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ
। গতকাল শনিবার রাতে সোনাইমুড়ী উপজেলা থেকে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। ইসমাইল হোসেন বয়াতি কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের জামাইরটেক এলাকার নোয়াব আলী স্বর্ণকার বাড়ির আলী আজমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জানান, শনিবার রাতে ইসমাইলকে সোনাইমুড়ী উপজেলার বাইপাস মোড় এলাকা থেকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার করা হয়েছে।
তার বিরুদ্ধে আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন, পুলিশ অ্যাসল্টসহ সাতটি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডে জামাইরটেক এলাকায় মাদক বেচাকেনার তথ্য পেয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় ৫০০ গ্রাম গাঁজাসহ ইসমাইলকে আটক করা হয়।
ওই সময় কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউলের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান ইসমাইল হোসেন বয়াতি। পরে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার ও আসামির সাত সহযোগীকে আটক করে পুলিশ।
দেশের খবর