৬ ঘণ্টা আগের আপডেট সকাল ৮:৫ ; শনিবার ; এপ্রিল ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পুলিশের ওপর হামলা: নৌকার ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

বরিশালটাইমস, ডেস্ক
৬:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২২

পুলিশের ওপর হামলা: নৌকার ১৫০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১০

মো. জসীম উদ্দিন, বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণের পরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় নৌকা মার্কার দেড় শতাধিক কর্মী-সমর্থকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ওই মামলায় ২৫ জনকে নামীয় আসামী ও বাকিদের অজ্ঞাত হিসাবে আসামী করা হয়েছে। বাউফল থানা স্ট্যান্ডবাই-১ এর মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বাদী হয়ে এ মামলা করেন। (মামলা নম্বর ৫ তারিখ ৬/৯/২২, ধারা ১৪৩, ১৮৬, ৩৫৩, ৩৩২, ৩৩৩, ৩০৭ ও ৪২৭) মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টায় এ মামলাটি রজু করা হয়।

সরেজমিন ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) নজিরবিহীন নিরাপত্তার মধ্যে উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়নের চেয়ারম্যান পদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই দিন বিকাল ৫টার দিকে ছোট ডালিমা নাজিরপুর হাইস্কুল কেন্দ্রের ফলফলা ঘোষণার পর ওই কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট ছেনমং রাখাইনের গাড়ি বাউফল শহরে উদ্দেশে রওনা হলে পথে দেড়-দুইশ নৌকার কর্মী সমর্থকরা ওই নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি অবরুদ্ধ করেন।

খবর পেয়ে মহিপুর থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে বাউফল থানা স্ট্যান্ডবাই -১ এর একটি ও পুলিশবহনকারী একটি রিকুইজিশনের পিকআপ গাড়ি ঘটনাস্থলে পৌঁছে ম্যাজিস্ট্রেটেকে উদ্ধার করে নিরাপধে পৌঁছে দেয়ার সময় উত্তেজিত নৌকার কর্মী সমর্থকরা পুলিশবহনকারী পিকাআপ গাড়িতে হামলা করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুমকি থানার এএসআই দিপক, কনেস্টবল মোঃ রাহাত ও মহিপুর থানার কনেস্টবল আবু সালেহ মোহাম্মদ সজিব গুরুতর আহত হন।

এ সময় হামলাকারীরা পুলিশের স্ট্যান্ডবাই-১ গাড়ির পিছনের গ্লাস ভাঙচুর করে। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে নিরাপদে নিয়ে আসেন।

আহত ওই তিন পুলিশ সদস্যকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। হামলার সময় এক পুলিশ সদস্য সাংবাদিকদের উদ্দেশে চিৎকার করে বলেন, ‘আমরা যথেষ্ট ধৈর্যের পরীক্ষা দিয়েছি.. ভিডিও নেন..মাননীয় প্রধানমন্ত্রীকে দেখান।’

এ ঘটনায় মামলা দায়ের পর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ইউনুুচ (৩৫), জহিরুল ইসলাম (৪২), জাহিদুল ইসলাম (১৯), আনিচুর রহমান মুন্সি (৪২), সজিব হাওলাদার (২২), সিজান মাহমুদ (১৯), আনোয়ার মোল্লা (৪৮), মোঃ জুয়েল চৌকিদার (২৭), মোঃ হাফিজুর রহমান (৬০) , আরিফুর রহমান (২৫) নৌকার কর্মীকে আটক করেন এবং বুধবার দুপুরে তাদেরকে পটুয়াখালী আদালতে প্রেরণ করে।

অপর দিকে একই দিন সন্ধ্যায় বাউফল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জিএম ফোরাকানের বড় ডালিমা গ্রামস্থ বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে নৌকার কর্মী ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক হারুন ব্যাপারী নেতৃত্বে ৩০-৪০ জন কর্মী সমর্থকরা।

হামলাকারীরা ঘরের আসবাবপত্রসহ দুইটি টিভি, দুইটি ফ্রিজ ও একটি সুকেজ ভাঙচুর করে। হামলার হাত থেকে বাধ যায়নি লবনের বাটি, খাবার প্লেট, হাড়িপাতিল।

হামলাকারী যাওয়ার সময় নগদ ১ লাখ ৬০ হাজার টাকা ও ১০ ভড়ি স্বর্ণালংকার নিয়ে যায়। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। এ ছাড়াও একই দিন দুপুর পৌনে ১টার দিকে কনকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন হাওলাদারকে ১৫-২০ জন ব্যক্তি মারধর করেছে।

শাহিন হাওলাদার ঘটনার সময় মদনপুর ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের চৌমোহনী বাজারে একটি দোকানে চা পান করছিলেন। এ হামলার জন্য চেয়ারম্যান শাহিন উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান হাসানকে দায়ী করেন। তবে হাসান ঘটনার সাথে তার জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেছেন।

এ ঘটনার জের ধরে দুপুর আড়াইটার দিকে চৌমোহনী বাজার সংলগ্ন এলাকায় রেজাউল মৃধার বাড়িতে হামলা চালানো হয়েছে। ভাঙচুর করা হয়েছে একটি মোটরসাইকেল।

চেয়ারম্যান শাহিনের লোকজন এ হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে ছোটডালিমা নাজিরপুর হাইস্কুল কেন্দ্রের ভোটগ্রহণ সম্পন্ন হয়।

কোন কারণ ছাড়াই উত্তেজিত নৌকার কর্মী সমর্থকরা নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছলে তাদের ওপর হামলা করা হয়।

হামলাকারীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এবং ৯ জনকে গ্রেফতার করা হয়। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। সাংবাদিকের বাড়িতে হামলার ঘটনায় তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

পটুয়াখালি

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ডিজিটাল নিরাপত্তা আইন স্থগিতের আহ্বান জাতিসংঘের  হামলার পর অজ্ঞান শিক্ষার্থীকে চার ঘণ্টা অবরুদ্ধ  ওসির উদ্যোগে রমজানে ফ্রিতে কোরআন প্রশিক্ষণ  প্রথম আলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি ঢাবি শিক্ষক সমিতির  মুরগির কেনা-বেচায় দামে গরমিল পেলে আইনি ব্যবস্থা  বাংলাদেশ ক্রিকেট দলকে জার্সি উপহার দিল আর্জেন্টিনা  তারাবি নামাজ থেকে আটকের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ, আটক ২  শামসুজ্জামান কাজটি ঠিক করে নাই : শাজাহান খান  তিন মাসে ৫৬ সাংবাদিক নির্যাতন ও হয়রানির শিকার: আসক  বাকেরগঞ্জে জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল