পুলিশ কর্মকর্তাকে রাস্তায় ফেলে পিটুনি
নিজস্ব প্রতিবদেক, বরিশাল: কলকাতায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে রাস্তায় ফেলে বেধড়ক করার ভিডিও ভাইরাল হয়েছে। গতকাল মঙ্গলবার মহাত্মা গান্ধী রোডের পাশে এ ঘটনা ঘটে। পুলিশের অভিযোগ, হামলাকারীরা বিজেপির কর্মী-সমর্থক।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মহাত্মা গান্ধী রোডের পাশে দাঁড়িয়ে আছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার দেবজিৎ চট্টোপাধ্যায়।
আচমকা তাকে ঘিরে ধরে ধরেন বিজেপির পতাকা হাতে কয়েকজন যুবক। তিনি দৌড়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে একজন তার কলার চেপে ধরেন।
বাকিরা এসে তাকে রাস্তায় ফেলে মারধর করেন। দুই পুলিশকর্মী এসে দেবজিৎকে ছাড়িয়ে নিয়ে যান। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
মিছিলের আগেই আটক করা হয় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, সংসদ সদস্য লকেট চট্টোপাধ্যায়কে। পরে আটক হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
পুলিশ কর্মকর্তাকে মারধরের বিষয়ে বিজেপির তথ্যপ্রযুক্তি শাখার সর্বভারতীয় প্রধান অমিত মালবীয় দাবি করেন, তৃণমূলের ক্যাডাররাই ভিড়ে মিশে পুলিশকে মারধরে করেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এ সব হয়েছে ।
আন্তর্জাতিক খবর