১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পুলিশ মাদকে জড়ালে বান্দরবানের টিকিট নিশ্চিত: বরিশাল রেঞ্জ ডিআইজি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৯ অপরাহ্ণ, ১৩ আগস্ট ২০১৭

বরগুনায় সুধীজনের সাথে বরিশালের নবনিযুক্ত বরিশাল রেঞ্জ ডিআইজি মো: শফিকুল ইসলাম বিপিএম’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকালে বরগুনা পুলিশ লাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে বরগুনার পুলিশ সুপার বিজয় বসাকের সভাপতিত্বে রেঞ্জ ডিআইজি বলেন, মাদক সংক্রান্ত প্রশ্নে পুলিশকে হার্ডলাইনে থেকে কাজ করতে হবে। পাশপাশি স্থানীয়দেরকেও সচেতন করে তুলতে হবে। কিন্তু কোন পুলিশ সদস্যদের বিরুদ্ধে যদিও মাদকে সম্পৃক্ত থাকার অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে বান্দরবানের টিকিট ধরিয়ে দেওয়া হবে হুঁশিয়ারি দেন ডিআইজি।

বরগুনা জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং’র আয়োজনে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: নুরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মো: আব্বাস হোসেন মন্টু, বরগুনা পৌরসভার মেয়র মো: শাহাদাত হোসেন, আমতলী পৌরসভার মেয়র মো: মতিয়ার রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো: আব্দুর রশিদ, প্রেসক্লাব সভাপতি জাকির হোসেন মিরাজ প্রমূখ। সভায় বিভিন্ন শ্রেণি পেশার পাঁচ শতাধিক সুধীজন উপস্থিত ছিলেন।

সভায় জেলা পুলিশের বিগত সময়ের কার্য্যক্রম এবং আইনশৃংখলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশের নানামূখী পরিকল্পণার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক পিপিএম।

এছাড়া দরিদ্র পরিবারের অসহায় ও নির্যাতিত নারীদের সহায়তায় জেলা পুলিশের ভিন্ন উদ্যোগ ‘জাগরণী নারী সহায়তা কেন্দ্র’ এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলের অতিদরিদ্র পরিবারের রোগীদের জন্যে জেলা পুলিশের অপর াারেকটি উদ্যোগ ‘পুলিশ লাইভ ব্লাড ব্যাংকের সাফল্য নিয়েও বিস্তারিত আলোচনা করেন স্থানীয় নেতৃবৃন্দ।

 

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন