বার্তা পরিবেশক, পিরোজপুর::: পিরোজপুরে পুলিশ সুপারের উদ্যোগে নাজিরপুর ও ইন্দুরকানী উপজেলার সহস্রাধিক হতদরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার রাতে নাজিরপুর থানার সামনে পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খানের নিজস্ব অর্থায়নে চাদর ও কম্বলসহ বিভিন শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় পুলিশ সুপার বলেন, দেশের বিত্তবানরা যদি এসব অসহায় শীতার্তদের পাশে দাঁড়াতো তাহলে তারা খুব উপকৃত হতো।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মো. আহম্মেদ মাঈনুল, উপজেলা চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন খান, থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুনিরুল ইসলাম মুনির প্রমুখ।
এছাড়া তিনি জেলার ইন্দুরকানী উপজেলার প্রায় ৬ শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পিরোজপুর, বিভাগের খবর