বরিশাল: অবশেষে দীর্ঘ ৪বছর পরে বরিশাল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে। এ কমিটিতে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপিকে সভাপতি এবং এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
গণভবনের শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী সংসদের সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা করা হয়েছে।’
তাছাড়া এই সভায় বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নির্ভরযোগ্য সূত্র। অচিরেই আওয়ামী লীগের মহানগর কমিটি ঘোষণা হওয়ার কথা জানিয়েছে সূত্রটি।’
উল্লেখ্য- ২০১২ সালের ২৯ ডিসেম্বর সর্বশেষ আওয়ামী লীগের কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কাউন্সিলের ঠিক দুই দিন পূর্বে অর্থাৎ ২৭ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে জেলায় আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সভাপতি এবং এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া মহানগরে এমপি শওকত হোসেন হিরন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আফজালুল করিম নির্বাচিত হয়েছিলেন।
সেই কাউন্সিল পরবর্তী পূর্ণাঙ্গ কমিটির জন্য কেন্দ্রীয় কমিটির অনুমোদনের জন্য তালিকা জমা দেয়া হয়েছিলো। কিন্তু গত কয়েক বছরেও এই কমিটি অনুমোদন হচ্ছিলো না। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কাউন্সিল উপলক্ষে প্রায় ৪ বছর পর জেলার পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।’
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির একাধিক সূত্র জানিয়েছে, শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার গণভবনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় কেন্দ্রীয় কাউন্সিল পেছানো ছাড়াও অনুমোদন দেয়া হয়েছে দেশের ৭টি জেলা আওয়ামী লীগের কমিটি।’
এর মধ্যে বরিশাল জেলা কমিটিতে রয়েছে বিশেষ চমক। তৃনমূল থেকে উঠে আসা ছাত্র এবং যুবলীগের সমন্বয়ে গঠিত জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে আবুল হাসানাত আব্দুল্লাহ-এমপি এবং এ্যাড. তালুকদার মো. ইউনুস- এমপি ছাড়াও সহ-সভাপতি পদ পেয়েছেন ৭ জন্য জ্যেষ্ঠ নেতা।
এরা হলেন কেন্দ্রিয় মহিলা লীগ নেত্রী শাহান আরা আব্দুল্লাহ, সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হোসেন চৌধুরী, সাবেক প্রচার সম্পাদক সৈয়দ আনিছুর রহমান, কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম, সাবেক এমপি অধ্যক্ষ আব্দুর রশিদ খান, মনিরুল আহসান খান এবং এ্যাড. দীলিপ কুমার ঘোষ।
এছাড়া যুগ্ম-সাধারন সম্পাদকের পদ পেয়েছেন ৩ জন। এরা হলেন কৃষক লীগ নেতা ও মেহেন্দিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মুনসুর আহম্মেদ, জেলা যুবলীগের সভাপতি মো. জাকির হোসেন ও হেমায়েত উদ্দিন আহম্মেদ।
সাংগঠনিক সম্পাদক পদ পেয়েছেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মজিবর রহমান ও সাবেক এমপি জেলা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মহিউদ্দিন আহম্মেদের ছেলে সাহাব আহম্মেদ।
তথ্য ও গবেষণা পদ পেয়েছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফজলুল করিম শাহীন, প্রচার সম্পাদক হয়েছে শহর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চুন্নু, সহ-প্রচার সম্পাদক পদ পেয়েছেন ছাত্রলীগ বরিশাল জেলার সাবেক আহ্বায়ক মিলন ভূইয়া এবং কার্যনির্বাহী সদস্য পদ পেয়েছেন সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহসহ জেলার আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যানগণ।
এছাড়া অন্যান্য পদেও দলের ত্যাগী এবং সাংগঠনিক নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগের একাধিক সূত্র।
বরিশাল জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির উপদেষ্টা পরিষদে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ এমপি এবং কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এ্যাডভোকেট বলরাম পোদ্দার।’
বরিশালের খবর