২১ িনিট আগের আপডেট সন্ধ্যা ৭:৪ ; সোমবার ; সেপ্টেম্বর ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

পৃথিবীতে জন্মই কী পাপ?

বরিশালটাইমস রিপোর্ট
১০:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২০

শাকিব বিপ্লব, বরিশাল:: খোলা আকাশের নিচে একটি ডাস্টবিনে ঠাঁই হলো এক নবজাতকের। রোববার দুপুরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেই নবজাতকের নিথর দেহ দেখতে পায়। উৎসুক জনতার ভিড় আর নানা প্রশ্ন ছিল, কখন এই নবজাতককে ফেলে গেছে, সেই সময়কালে সে কী জীবিত, না মৃত ছিল। ধরণা, কারও পাপের ফসল হয়ে পৃথিবীতে আসায় কোন এক নর-নারী তাদের নাড়িছেড়া ধনকে অবাঞ্ছিত মনে করে। সম্ভবত ভোর রাতে স্থানীয় কোন ক্লিনিক বা বাসায় এই নবজাতকের করুণ পরিণতি সাধণ করার পরেই সবার অলক্ষ্যে মানবিক দৃষ্টিহীনতায় সে ডাস্টবিনে পরিত্যাক্ত হয়।

সাম্প্রতিকালে বরিশালে এনিয়ে মৃত দুই নবজাতককে একই কায়দায় পুলিশ উদ্ধার করে। এর আগের ঘটনা আরও মর্মদায়ক। গত ৪ নভেম্বর শহরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের অদূরে বরিশাল-ঢাকা মহাসড়কের আইল্যান্ডের ওপর সদ্য ভুমিষ্ঠ নবজাতককে কুকুর টানাহেঁচড়া করছিল। সেও ছিল মৃত। কিন্তু রোববার একই শহরের অপরপ্রান্ত মুক্তিযোদ্ধা পার্কের সম্মুখে সিটি কর্পোরেশনের ময়লা ফেলার ডাস্টবিন থেকে উদ্ধার এই নবজাতক ছিল কিছুটা অপূর্ণাঙ্গ। পরিপূর্ণতা লাভের আগেই তাকে অপসারণ করা হয়েছে বলে পুলিশের প্রাথমিক ধারণা। মানবিক বিবর্জিত এই দৃশ্যে অনেক প্রত্যক্ষদর্শী নিজের চোখের জল সংবরণ করতে পারেননি। প্রশ্ন রাখা হয় মানবতা কী আজ ভুলণ্ঠিত হল? যদি এই নবজাতককে পৃথিবীর আলো দেখার অধিকার কেড়ে নেওয়ার সিদ্ধান্ত ছিল তাহলে পরিপুর্ণতার আগেই কেন তার বিষয়ে পদক্ষেপ নেওয়া হল না। এমন সময় অপসারণ করা হলো যে কিছুদিন অহিবাহিত হলেই সে পরিণত মানবরুপে পৃথিবীতে আর্বিভুত হতো। কত নির্মম যে একটি পলিথিনের ব্যাগে পেঁচিয়ে গৃহস্তের আর্বজনারুপে ডাস্টবিনে ঠাঁই দেওয়া হলো।

সুতরাং জন্মই কী পাপ? এমন প্রশ্নের উত্তর খুঁজতে কোতয়ালি পুলিশ ওই নবজাতকের দেহ উদ্ধার পরবর্তী বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল মর্গে পাঠিয়ে অনুসন্ধান শুরু করেছে এ মানব রহস্যের উৎসমূল কোথায়। এমনটি জানালেন ঘটনাস্থলে যাওয়া বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সবুজ।’

বরিশালের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ভিসানীতিতে পুলিশের ইমেজ সংকট হবে না: আইজিপি  ইয়াবাসহ তরুণী আটক  গলাচিপা উপজেলা চেয়ারম্যান-ইউএনও জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান ও প্রশাসন  কাউখালীতে ধানক্ষেত অর্ধগলিত যুবকের লাশ উদ্ধার  গাঁজা বিক্রি করতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই-সিপাহি জনরোষে  আগৈলঝাড়ায় মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড  বরিশালে ইয়াবাসহ পুলিশ সদস্য আটক  কোথাও জায়গা পাইনা, কেউ থাকতে দেয়না: তাই পুকুরে মাঁচা বানাইয়া থাকি  ৩ ছাত্রকে ঝাড়ু-বেত দিয়ে নির্যাতনের অভিযোগ, তদন্ত কমিটি গঠন  ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে প্রমাণিত তবুও রয়েছে বহাল তবিয়তে ইউপি সচিব