বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:০৭ পূর্বাহ্ণ, ১৪ জুন ২০২২
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইন ভার্সনে সোমবার (১৩ জুন) ‘বরিশাল কৃষি ইন্সটিটিউটে হামলা, আহত ৫’ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি নিবন্ধিত হয়েছে। সংবাদে সপ্তম পর্বের কয়েকজন শিক্ষার্থীকে জড়িয়ে তথ্য প্রকাশ করা হয়েছে তা আদৌ সত্য নয়। এমনকি সোমবার রাতে প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর করাসহ তৃতীয় পর্বের শিক্ষার্থীদের মারধরের অভিযোগও ভিত্তিহীন। মূলত একটি পক্ষ সাংবাদিক ভাইদের ভুলভাল তথ্য দিয়ে একটি মনগড়া সংবাদ পরিবেশন করে। এই সংবাদটি শিক্ষাপ্রতিষ্ঠানে সকল শিক্ষার্থীদের দৃষ্টিগোচর হয়।
তাছাড়া প্রকাশিত সংবাদটিতে কতিপয় শিক্ষার্থীকে হামলাকারী হিসেবে অভিহিত করলেও তাদের কোন সাক্ষাৎকার নেওয়া হয়নি। ফলে প্রমাণিত হয় সংবাদটি কোন মহল বিশেষের ভুল তথ্যে প্রকাশ পেয়েছে।
উক্ত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন প্রতিষ্ঠানটির সকল পর্বের শিক্ষার্থীবৃন্দ।