প্রকাশিত সংবাদে বিজিবি সদস্যর ভিন্নমত
অনলাইন নিউজপোর্টাল ‘বরিশালটাইমস’-এ প্রকাশিত ‘সেনাবাহিনী চাকরি দেওয়ার কথা বলে বিজিবি সদস্যর প্রতারণা, হাতিয়েছে লাখ লাখ টাকা’ শিরোনামেসহ আরও দুটি সংবাদের সাথে ভিন্নমত পোষণ করেছেন ঝালকাঠির কাঠিপাড়া গ্রামের বিজিবি সদস্য জামাল চৌধুরীর ভাই কামাল চৌধুরী। তার দাবি, সেনাবাহিনী চাকরি দেওয়ার নামে স্থানীয় যুবকদের কাছ থেকে যে অর্থ হাতিয়ে নেওয়া হয়েছে, এতে জামাল চৌধুরী মোটেও জড়িত না। এবং কে বা কারা টাকা হাতিয়ে নিয়েছে, তাও আমাদের জানা নেই।
কিন্তু স্থানীয়ভাবে জামাল চৌধুরীর সাথে একটি পক্ষের বিরোধ থাকায় এই বিষয়টিকে মোক্ষম হাতিয়ার হিসেবে নিয়ে সাংবাদিক ভাইদের ভুল তথ্য দিয়ে সংবাদ করিয়ে ওই পক্ষটি সুবিধা নিয়েছে। উক্ত সংবাদে আমার ভাইসহ পুরো পরিবারের সুনাম ক্ষুণ্ন হওয়ায় আমি সংবাটিতে তীব্র প্রতিবাদ জানাই।
প্রতিবাদকারী
কামাল চৌধুরী