১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

প্রকাশ্যে অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া ছাত্রলীগ নেতার

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, ০৪ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ছাত্র আন্দোলন দমাতে জামালপুরে দুই ছাত্রলীগ নেতা প্রকাশ্যে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া করেছেন। অস্ত্র হাতে ধাওয়া করা দুই যুবকের ছবিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। শনিবার (০৩ আগস্ট) বিকেলে জামালপুর শহরের হাইস্কুল এলাকায় এ ঘটনা ঘটে। ওই দুই নেতার নাম শাহরিয়া ইসলাম রাফি ও নাফিজুর রহমান তুষার। এর মধ্যে রাফি জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের দপ্তর সম্পাদক। আর তুষার ছাত্রলীগের কর্মী।

বিকেল ৩টার দিকে শহরের নতুন হাইস্কুল এলাকায় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। তখন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশি অস্ত্র নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধাওয়া দেন। এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা আবারও কলেজের দিকে চলে যাচ্ছিলেন। এ সময় ওই দুই যুবককে প্রকাশ্যে অস্ত্র হাতে শিক্ষার্থীদের ধাওয়া করতে দেখা যায়।

এর আগে জামালপুর শহরের বাইপাস এলাকা থেকে ৩ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ করতে করতে মির্জা আজম চত্বরে এসে পুলিশি বাধা পায়। এর দুই ঘণ্টা পর ছাত্ররা পুলিশি বাধা উপেক্ষা করে আশেক মাহমুদ কলেজে যায় সেখান থেকে বকুলতলা এলাকায় যাওয়ার পথে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের ধাওয়া দেন।

তবে এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম বলেন, আমাদের কোনো নেতাকর্মীর হাতে অস্ত্র ছিল না। এসব ছবি এডিট করা হয়েছে। আন্দোলনকারীরা প্রথমে আমাদের ওপর হামলা করেছে। রাফি আমার সঙ্গে ছিল। তার কাছে কোনো অস্ত্র ছিল না। যে ছবি ভাইরাল হয়েছে। তারা আমাদের কেউ না। ওদের সঙ্গে আমাদের নেতাকর্মীর চেহারার মিল নেই।

এসব বিষয়ে জানতে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীরকে দুইবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি। তবে অন্য সাংবাদিকদের তিনি বলেছেন, ‘ওই সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। অস্ত্রধারী কেউ ছিল কি না-সেটা নিশ্চিত বলতে পারবো না। যদি কারো হাতে অস্ত্র থাকে, তাহলে বিষয়টি তদন্ত করে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

194 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন