প্রকৌশলী ইকবাল হোসেন তাপসের সাফল্যের মুকুটে আরেকটি পালক
✪ আরিফ আহমেদ মুন্না ☞ জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নিযুক্ত হয়েছেন বাবুগঞ্জ উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও স্বচ্ছ রাজনীতিবিদ হিসেবে পরিচিত প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। গতকাল জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জাতীয় পার্টির নবম জাতীয় সম্মেলনে প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা-১২’এর ৩ উপধারা এবং ধারা-২০’এর উপধারা-১(১)ক বিধান অনুসারে ইকবাল হোসেন তাপসকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব থেকে পদোন্নতি দিয়ে চেয়ারম্যানের উপদেষ্টা নিয়োগ করা হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়।
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছাড়াও একইসঙ্গে বরিশাল মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব হিসেবে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন প্রকৌশলী ইকবাল হোসেন তাপস। বরিশাল সিটি কর্পোরেশনের প্রয়াত মেয়র শওকত হোসেন হিরনের পরে বরিশালে জাতীয় পার্টির পুনর্জাগরণের নেতা মনে করা হয় তাকে। রাজনীতির পাশাপাশি জাপানের বিখ্যাত ইয়োকোহামা কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং কান্ট্রি ডিরেক্টর হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।
বহুগুণের অধিকারী বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান প্রকৌশলী ইকবাল হোসেন তাপস নিজ এলাকা চাঁদপাশা ইউনিয়নে দুইটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয় এবং একটি হাইস্কুল ও কলেজ প্রতিষ্ঠার পাশাপাশি বরিশালের জাগুয়া ইউনিয়নে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল নামে বরিশাল বিভাগের সর্বপ্রথম বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠা করেন। ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সেখানে তিনি কম খরচে এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তির সুযোগ এবং বিনামূল্যে ও স্বল্পমূল্যে দরিদ্র রোগীদের চিকিৎসা সেবার ব্যবস্থা রেখেছেন। বাবুগঞ্জ এবং বরিশালের মানুষের কাছে প্রকৌশলী ইকবাল হোসেন তাপস পরিচ্ছন্ন রাজনীতির একজন আইকন।
বরিশালের খবর, বিভাগের খবর