বর্তমানে প্রতিদিন ২৩ হাজার ৫১৪টি করে টিকিট সরবরাহ করা হচ্ছে। ঈদের আগের তিন দিনের জন্য প্রতিদিন প্রায় ৬০ হাজার করে অগ্রিম টিকিট দেওয়া হবে বলে জানিয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ। যা বর্তমানের চেয়ে দ্বিগুণের বেশি। ঈদে যাত্রী টানতে গতবারের চেয়ে এবার দুই জোড়া বাড়িয়ে নয় জোড়া স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। এরমধ্যে সম্পূর্ণ এসি একটি ট্রেন খুলনা রুটে চলবে। এছাড়া লালমনিরহাটগামী নতুন একটি স্পেশাল ট্রেন চালু করা হয়েছে। ঈদের আগে ও পরের সাত দিন চলবে স্পেশাল ট্রেন। কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সিতাংশ চক্রবর্তী আজ শনিবার সাংবাদিকদের বলেন, এ টিকিটের ২৫ শতাংশ অনলাইনে সরবরাহ ছাড়াও ৫ শতাংশ রেলের কর্মচারী ও ৫ শতাংশ ভিআইপিদের জন্য বরাদ্দ।
তিনি আরও বলেন, বর্তমানে যে পরিমাণ টিকিট প্রতিদিন দেওয়া হচ্ছে এ সংখ্যা পর্যায়ক্রমে বাড়বে। ১৩-১৫ জুনের জন্য ৪-৬ জুন টিকিট বিক্রি করা হবে। ওই সময়ে মেইল, এক্সপ্রেস ও লোকাল মিলে প্রতিদিন ৬০ হাজার টিকিট দেওয়া হবে। এবার ৩০ রোজা পূর্ণ হলে আগামী ১৭ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার কথা। সে হিসেবে ঈদে বাড়ি গমনেচ্ছু যাত্রীদের ১ জুন দেওয়া হবে ১০ জুনের টিকিট। ২ জুন ১১ জুনের, ৩ জুন ১২ জুনের, ৪ জুন ১৩ জুনের, ৫ জুন ১৪ জুনের এবং ৬ জুন দেওয়া হবে ১৫ জুনের ট্রেনের টিকিট।
এসি টিকিট না পাওয়ার কোনও অভিযোগ নেই বলে দাবি করেন স্টেশন মাস্টার। কাউন্টারে পর্যাপ্ত টিকিট আছে। আশা করি ভালোভাবে মানুষ বাড়ি যেতে পারবে। তিন কাউন্টার থেকে টিকিট দেওয়া হচ্ছে বলে জানান তিনি। সাধারণ কাউন্টার ছাড়াও নারী কাউন্টার ও ৬ নম্বরে সামরিক বাহিনীর টিকিট সরবরাহ করা হচ্ছে। এছাড়া শোলাকিয়ায় ঈদের জামাতের অংশগ্রহণের জন্য ভৈরব-কিশোরগঞ্জ রুট ও ময়মনসিংহ-কিরোশরগঞ্জ রুটে দুই জোড়া ট্রেন চলবে। এছাড়াও চট্টগ্রাম-চাঁদপুরে চলবে আরও দুই জোড়া ট্রেন।
জাতীয় খবর