পটুয়াখালীর কলাপাড়ায় তালিকাভূক্ত প্রতিবন্ধী জয়নাল হাওলাদারের ভাতা আত্মসাতের অভিযোগ উঠেছে। সাবেক ইউপি মেম্বর লালুয়ার চারিপাড়ার মজিবর রহমান হাওলাদারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ভাতাভোগী জয়নাল হাওলাদার।
তিনি বলেন- তিনি এ ঘটনা জানতেন না। তার নাম আইডি নম্বর ব্যবহার করে অন্যের ছবি লাগিয়ে ভাতার টাকা হাতিয়ে নেয়া হয়। লালুয়ার পাঁচ নম্বর ওয়ার্ডের শারীরিক প্রতিবন্ধী জয়নাল হাওলাদার তার তালিকায় অন্তর্ভূক্তির বিষয়টি জানতে পারেন ওই এলাকার মহিলা মেম্বারের মাধ্যমে। এরপরে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত ভাতার টাকা পেয়েছেন জয়নাল হাওলাদার। কিন্তু তার নামের হাতিয়ে নেয়া সাত হাজার দুই শ’ টাকা পায়নি।
এ ব্যাপারে দোকানি কালাম হাওলাদার বরিশালটাইমসকে জানান- বিভিন্ন সময়ে সরকারে কোনো না কোনো সহায়তার জন্য মেম্বারের কাছে ছবি ও ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হয়েছে। তখন ছবি লাগানো হয়েছে। টাকা তোলা কিংবা ঘটনা সম্পর্কে কিছুই জানেন না। প্রতিবন্ধী ব্যক্তির কাছ থেকে তিনি বিষয়টি জানতে পেরেছেন।
অভিযুক্ত সাবেক মেম্বার মজিবর রহমান হাওলাদার বরিশালটাইমসকে জানান- তিনি মেম্বার থাকাকালে ওই ছবিতে জয়নাল লিখে কেউ সই নিয়েছে। আর জয়নালের বই তিনি কখনও চোখে দেখেননি। বই যার কাছে ছিল সে ছাড়া কেউ টাকা তোলার কথা নয়। তাকে অযথা জড়ানো হচ্ছে। টাকা নেয়ার অভিযোগ সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট।
কলাপাড়ার উপজেলা ইউএনও মো. তানভীর রহমান বরিশালটাইমসকে জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
পটুয়াখালি