প্রতিমন্ত্রীর সভায় নৌকায় ভোট চাইলেন বিএনপি নেতা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: হবিগঞ্জের মাধবপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীর উন্নয়নসভায় দেওয়া বক্তব্যে নৌকায় ভোট চেয়েছেন বিএনপি নেতা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর খোরশেদ আলম।
এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। বিএনপি নেতারা বলছেন, যখন বিএনপি সরকার হটানোর লক্ষ্যে মাঠে প্রাণপণ লড়াই করে যাচ্ছে, এ মুহূর্তে ইউনিয়নের একজন সভাপতি দায়িত্বশীল পদে থেকে নৌকায় ভোট চাওয়াটা হতাশজনক।
গত ১৯ সেপ্টেম্বর উপজেলার আদাঐর ইউনিয়নের হালুয়াপাড়া গ্রামে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য একটি রাস্তার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর-চুনারুঘাট আসনের সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি সভাপতি মীর খোরশেদ আলম। বক্তব্যে খোরশেদ চেয়ারম্যান বলেন, ‘বিমান প্রতিমন্ত্রী একজন সৎ ও স্বচ্ছ রাজনৈতিক নেতা। তিনি মন্ত্রী হওয়ার পর এলাকায় প্রতিপক্ষের কোনো রাজনৈতিক নেতাকে মামলা দিয়ে কোন হয়রানি করেনি। এছাড়া তিনি তাঁর নির্বাচনী এলাকায় যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, কৃষি উন্নয়নসহ এলাকার ব্যাপক কাজ করেছেন।’ বক্তব্যের পরিশেষে বিমান প্রতিমন্ত্রীর জন্য এলাকাবাসীর কাছে নৌকার ভোট কামনা করেন মীর খোরশেদ আলম।
খোরশেদের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপি নেতারা নেতিবাচক মন্তব্য করে হতাশা ব্যক্ত করেন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন জানান, একজন মন্ত্রীর উন্নয়নসভায় স্থানীয় ইউপি চেয়ারম্যান যেতে পারেন। এতে দোষের কিছু নেই। তবে বিএনপির দায়িত্বশীল পদ থেকে নৌকার জন্য ভোট চাওয়াটা সঠিক হয়নি।
উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু বলেন, ‘তিনি যে কাজটি করেছেন এটি দলীয় শৃঙ্খলার পরিপন্থি। দলের নেতাদের সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায় কিনা চিন্তা-ভাবনা চলছে।’ আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম বলেন, ‘সরকারের উন্নয়ন কর্মকাণ্ড একজন জনপ্রতিনিধি হিসেবে চেয়ারম্যান যা বলেছে সত্য কথা বলেছে। বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিলে এটি অন্যায় হবে।’
শিরোনামদেশের খবর