১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
দেশ থেকে যে টাকা পাচার হয়েছে, তা দিয়ে ৬৫টা পদ্মা সেতু করা যেতো সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিলেন ট্রাইব্যুনাল জীবিত স্বামীকে ‘মৃত’ দেখিয়ে শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে মামলা কুয়াকাটায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, ব্যবসায়ীকে ৩ মাসের জেল যশোরের শার্শায় প্রবাসীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা আওয়ামী লীগ-বিএনপি দুটাই অত্যাচারী: ফয়জুল করিম ভান্ডারিয়া পৌর কৃষক দলের কমিটি গঠন: সভাপতি শামীম শিকদার, সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী ভান্ডারিয়ায় পীরের কেরামতে হাজারো মানুষের ভিড় ঝাড় ফুঁক নিতে গিয়ে বৃদ্ধের মৃত্যু! ঝালকাঠিতে প্রেমিকার আনা নুডুলস খেয়ে প্রেমিকের মৃত্যু

প্রতিহিংসা ও লুটতারাজে বিশ্বাসী নয় ইসলামি আন্দোলন বাংলাদেশ: মাওলানা গাজী আতাউর রহমান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫২ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২৪

কুয়াকাটা প্রতিনিধি:: ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতা ও কর্মীরা প্রতিহিংসার রাজনীতি পছন্দ করে না এবং লুটতারাজে বিশ্বাসী নয়। ইসলামি আন্দোলনে সন্ত্রাসী যোগ দিলে সেও আমাদের আদর্শে ভালো হয়ে যায় এবং অন্যান্য দলে ভালো মানুষ যোগ দিলেও সন্ত্রাসী হয়ে যায়।

আজ (২৯ সেপ্টেম্বর) বিকাল ২ টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে ৯ দফা দাবিতে কলাপাড়া শিশুপার্কে আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিগত সরকার সবার ভোট প্রদানের অধিকার কেড়ে নিয়েছিল। আমরা সবার অধিকার ফিরিয়ে দিতে চাই। সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হলে মানুষ ইসলামি আন্দোলনের প্রার্থীকে ভোট দিবে। ইসলামি আন্দোলন আদর্শ দিয়ে সাধারণ মানুষের মন জয় করে। পরে ইসলামি আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত হয়ে ৮ জন সনাতনধর্মের অনুসারীরা ইসলামি আন্দোলনের সমর্থক ফরম পূরণ করেছেন।

ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলার সভাপতি মুফতি হাবিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এসএম জোবায়ের হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা শাখার সহ-সভাপতি এ্যাডঃ জেড এম কাওসার, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাও. সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম রশিদী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কলাপাড়া উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওঃ মোস্তাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাঃ রফিকুল ইসলাম রশিদী প্রমূখ।

গণসমাবেশ শেষে কলরবের শিল্পীরা মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশন করে।

81 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন