প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সহ্য করতে না পেরে আত্মহত্যা করলেন তার এক ভক্ত। বুধবার রায়পুরে ২৬ বছরের মধু মহানন্দা এ ঘটনা ঘটান। মধুর স্বামী নকুল ভারতীয় গণমাধ্যমকে জানান, প্রত্যুষার রহস্যজনক মৃত্যুর পর সব সময় ওই সংক্রান্ত খবর দেখতেন তিনি। এরপর থেকেই মানসিক অবসাদে ভুগতে থাকেন।
জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় হঠাৎই মধু নিজের দু’বছরের ছেলেকে সঙ্গে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে নকুল বাড়ি ফিরে দরজা ভেঙে ঘরে ঢোকেন। ঘরের ভিতরে স্ত্রীকে গলায় দড়ি দিয়ে ঝুলতে দেখেন তিনি।
মধুর মা-বাবা জানান, ‘আনন্দী’ চরিত্রে প্রত্যুষা মধুকে প্রভাবিত করেছিলেন। মধু দারুণ পছন্দ করতেন প্রত্যুষাকে।
এ ঘটনায় পুলিশ প্রাথমিকভাবে মধুর স্বামীকে গ্রেফতার করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর নকুলকে ছেড়ে দেয়।
পুলিশ জানায়, প্রত্যুষার মৃত্যুর মানসিক আঘাত সামলাতে না পেরেই আত্মঘাতী হয়েছেন মধু।