সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে করার অভিযোগে বরিশাল সিটি কর্পোরেশনের প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিমকে গণধোলাই দেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ ফেব্র“য়ারি) দুপুরে সিটি করপোরেশনের প্রকৌশল শাখার সামনে এ ঘটনা ঘটে।
সিটি করপোরেশন কর্মকর্তারা জানান- প্রকৌশল শাখার কম্পিউটার অপারেটর রেজাউল করিম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করা একটি পোস্ট শেয়ার করেন। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ বরিশাল সিটি করপোরেশেন শাখার কর্মী মিন্টু রায়ের নেতৃত্বে ১৪ থেকে ১৫ জন কর্মচারী রেজাউলকে প্রকৌশল শাখা থেকে বের করে মারধর করেন।
বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ বরিশাল সিটি কর্পোরেশন শাখার সাধারণ সম্পাদক দীপক লাল মৃধা বরিশালটাইমসকে জানিয়েছেন- তিনি রাজধানীতে রয়েছেন। তবে প্রধানমন্ত্রীকে কটূক্তি করে ফেসবুকে প্রকাশ করায় ঝামেলা হওয়ার বিষয়টি শুনেছেন।
এদিকে গুরুতর আহত রেজাউল করিম প্রধানমন্ত্রী কটূক্তির বিষয়টি অস্বীকার করে বরিশালটাইমসকে বলেন- হামলাকারীরা আগে থেকেই তার ওপর ওপর ক্ষিপ্ত ছিলেন। একবার পিকনিকের টাকা চাইলে না দেয়ায় তাকে মারধর করা হয়েছে।’
শিরোনামOther