প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ক্ষুদ্র নারী ব্যবসায়ী শিপ্রা কুন্ডেকে আর্থিক সহায়তা প্রদান
পিরোজপুর প্রতিনিধি: প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে ক্ষুদ্র নারী ব্যবসায়ী শিপ্রা কুন্ডুকে নগদ এক লাখ টাকা সহায়তা প্রদান করলেন স্থানীয় সংসদ সদস্য। গত ৪সেপ্টেম্বর দক্ষিণ অঞ্চলের যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু ভার্চুয়ালি ভাবে উদ্বোধন হয়।
এ সময় কাউখালীর বেকুটিয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বেকুটিয়ার এক ক্ষুদ্র চায়ের দোকানের নারী ব্যবসায়ী শিপ্রাা কুন্ডুর প্রতিক্রিয়া জানতে চাইলে এ সময় তিনি ব্রিজের সুফলের কারণে তার চায়ের দোকানের ব্যবসা ভালো হবার কথা ব্যক্ত করার সময়।
প্রধানমন্ত্রী নারী ব্যবসায়ীকে সাহায্যের জন্য স্থানীয় বিত্তবান ও পিরোজপুর দুই আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন মঞ্জুকে আহ্বান জানালে।
৪সেপ্টেম্বর রবিবার দিবাগত রাতে বেকুটিয়া ব্রিজের উপরে এসে স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ১লাখ টাকা দিয়ে উক্ত নারী ব্যবসায়ীরকে সহায়তা করেন।
এ সময় নারী ব্যবসায়ীর হাতে নগদ এক লক্ষ টাকা তূলে দেন কাউখালীর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মাৎ খালেদা খাতুন রেখা।
এ সময় শিপ্রা কুন্ডু প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য ও ইউএনও কে ধন্যবাদ জানান।