বাবুগঞ্জে স্থানীয় সংসদ সদস্যের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা অনুদান পেয়েছেন মানিককাঠি গ্রামের পঙ্গু মেধাবী শিক্ষার্থী ইয়াসমিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রেরিত ওই চিকিৎসা অনুদানের চেক শুক্রবার পঙ্গু ইয়াসমিনের হাতে তুলে দেন পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বরিশাল-৩ আসনের এমপি অ্যাডভোকেট শেখ মোঃ টিপু সুলতান।
এসময় সেখানে উপজেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক টি.এম শাহজাহান, সদস্য শাহিন হোসেন, উপজেলা যুবমৈত্রী সভাপতি আলাউদ্দিন খান, সম্পাদক হাসানুর রহমান পান্নু, ইউপি সদস্য রোকনুজ্জামান রোকন, যুবমৈত্রী নেতা মানিক হাওলাদার মামুন, জামাল হোসেন, ইব্রাহিম মল্লিক, অ্যাডভোকেট জহিরুল ইসলাম জহির, সোহেল রানা, আলাউদ্দিন আকন, দলিল উদ্দিন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলার মানিককাঠি গ্রামের দরিদ্র আমির হোসেনের কন্যা মেধাবী ইয়াসমিন পঞ্চম শ্রেণীতে পড়ার সময় টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে পঙ্গুত্ব বরণ করেন। এরপরেও তিনি অদম্য ইচ্ছাশক্তির মাধ্যমে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে প্রথম বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন।
পঙ্গু ইয়াসমিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই অনুদানসহ এমপি অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানের সহায়তায় স্থানীয়ভাবে সংগ্রহ করা আরো কিছু দান-অনুদানের টাকা মিলিয়ে উন্নত চিকিৎসা করাতে ভারতে যাবেন তিনি।”
বরিশালের খবর