২ ঘণ্টা আগের আপডেট রাত ১:২৩ ; শুক্রবার ; ডিসেম্বর ৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি

বরিশালটাইমস, ডেস্ক
৫:০৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৩

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)। তার এই জন্মদিন ঘিরে দেশ জুড়ে দলীয় এবং বিভিন্ন সংস্থা ও সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। দোয়া-মাহফিল ও মিলাদসহ বিভিন্ন আলোচনা সভা ও চিত্রকর্ম প্রদর্শনের মাধ্যমে এই দিনটিকে সপ্তাহ জুড়ে পালনের কথা বলেছেন অনেকে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয়ভাবে বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে জানায়া আওয়ামী লীগ। দলটির উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট সায়েম খানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এদিন বাদ আসর ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে ঈদে মিলাদুন্নবী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল হবে।

একই সঙ্গে সকাল ৯টায় মেরুল বাড্ডাস্থ বৌদ্ধ মন্দিরে, বৌদ্ধ সম্প্রদায়, সকাল ৯টায় খ্রিস্টান এসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে এবং সকাল ১১টায় ঢাকেশ্বরী মন্দিরে হিন্দু সম্প্রদায় বিশেষ প্রার্থনা সভার আয়োজন করবে। এসব কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এ ছাড়াও শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় শেখ হাসিনা’র জন্মদিন উপলক্ষে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেনের সভাপতিত্ব আলোচনা সভার আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

এই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রীর ৭৭তম জন্মদিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করবে আওয়ামী লীগ। ২৯ সেপ্টেম্বর ঢাকাসহ সারাদেশে সকল সহযোগী সংগঠন আলোচনা সভা, আনন্দ র‌্যালি, শোভাযাত্রা ও আলোকচিত্র প্রদর্শনীসহ দিবসটির তাৎপর্য অনুযায়ী উপযোগী বিভিন্ন কর্মসূচি পালন করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগের গৃহীত কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে আলোচনা সভা, আনন্দ র‌্যালি, শোভাযাত্রা, সারাদেশের সকল মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে সকল সহযোগী সংগঠন, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং সংস্থাসমূহের সকল স্তরের নেতা-কর্মী, সমর্থককে। সেই সঙ্গে এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে সমর্থনে উদাত্ত আহ্বান জানান তিনি। একই সঙ্গে দলটির সকল জেলা, মহানগর, উপজেলা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতৃবৃন্দকে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে অনুরূপ কর্মসূচি গ্রহণ করে দিবসটি পালন করার অনুরোধ জানান ওবায়দুল কাদের।

শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি আয়োজন করেছে বাংলা একাডেমি। শেখ হাসিনার জন্মভূমি গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায়ও এই দিনটিকে উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করেছে উপজেলা আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উদযাপন উপলক্ষে ২৭-২৯ সেপ্টেম্বর দেশব্যাপী তিনদিনের অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি যেখানে চিত্রকর্ম প্রদর্শনসহ থাকছে নানা আয়োজন। এ ছাড়াও দেশ জুড়ে বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ কর্মসূচি ঘোষণা করেছেন প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে।

জাতীয় খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  পেঁয়াজ রপ্তানি নিষিদ্ধ করল ভারত, বরিশালে কেজিপ্রতি বাড়ল ৬০ টাকা  আগুনে পুড়ল আশ্রয়ণ প্রকল্পের ১০ বসতঘর  আলেমদের মুক্তির দাবিতে মাঠে নামছে ‘হেফাজত ইসলাম’  শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইস ব্যবহার, আটক ৩  বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত ৩  এদেশে যা কিছু অর্জন বঙ্গবন্ধুর আ'লীগের নেতৃত্বে হয়েছে :আমু  বরিশালে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত  বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা  স্বামীর টানে ফের বাংলাদেশে ভারতীয় তরুণী, মেনে নিল পরিবার  ‘আমি কোটিপতি নই, জনগণ ভালোবেসে নির্বাচনের খরচ জোগাবে’