ঝালকাঠির নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম জুপিটারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিযুক্ত পোস্টার লাগাতে বাঁধা দেওয়ার অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর বরিশালে আগমন উপলক্ষে সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদ চত্বরে পোস্টার লাগাতে গেলে সাব্বির হোসেন ইমন নামে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করে পোস্টার রেখে দেন ইউএনও’র অফিস সহকারি (নাজির) মো. নাজিম খান। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ছাত্রলীগকর্মী সাব্বির হোসেন ইমন জানান, সে ও তার বন্ধু আসিব শুভ দুজনে মিলে পোস্টার লাগাতে রাত সাড়ে ৮টার দিকে উপজেলা পরিষদের চত্বরের ভেতরে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবনের কাছে যাওয়ামাত্র ব্যাডমিন্টন খেলতে থাকা ইউএনও’র নির্দেশে নাজির নাজিম খান তাকে দুটি থাপ্পড় ও একটি লাথি মেরে পোস্টারগুলো ছিনিয়ে নেয়।
ইমনের অভিযোগ- প্রধানমন্ত্রীর পোস্টারগুলো খুলে দেখানোর পরেও নাজিম খান দুটি পোস্টার ছিঁড়ে বাকি পোস্টারগুলো সিড়ির নিচে ময়লার মধ্যে ফেলে রাখেন। উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ হাওলাদার জানান, পোস্টারগুলো রেখে দেওয়ার ঘটনা জানতে পেরে উপজেলা শ্রমিক লীগের নেতাকর্মীরা ইউএনও’র কাছে গেলে উপজেলা পরিষদ চত্বরে কোন পোস্টার লাগানো যাবে না বলে তিনি জানান। তবে ওই সময় রেখে দেওয়া পোস্টারগুলো ফেরত দেন ইউএনও।
তিনি আরও জানান, এ ঘটনার পর নাজিম খান উপজেলা আওয়ামী লীগ নেতাদের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন।
তবে এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশ্রাফুল ইসলাম জুপিটার বরিশালটাইমসকে বলেন, ওরস মাহফিলের পোস্টার মনে করে ওদের উপজেলা পরিষদ চত্বরে পোস্টার লাগাতে নিষেধ করা হয়েছে। তবে কাউকে মারধর করা হয়নি।”
শিরোনামঝালকাঠির খবর