প্রবাসী স্বামীকে ফেলে কৃষকের হাত ধরে উধাও দুই সন্তানের জননী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ১৫ বছরের দাম্পত্য ১০ বছরই একাকী ছিলেন স্ত্রী সাহেদা বেগম (৩৫)। বিয়ের চার বছরের মাথায় ওমানে পাড়ি জমান স্বামী ইমরান মাতুব্বর (৪০)। আর ফেরেননি। এরই মধ্যে প্রতিবেশি এক যুবকের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন তার স্ত্রী। শেষ পর্যন্ত ওই যুবকের হাত ধরে উধাও হলেন দুই সন্তানের জননী। ঘটনাটি ফরিদপুরের সালথা উপজেলার কুমারপট্টি গ্রামের। গত চার দিন আগে পরিবারের সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে গেলেও বিষয়টি জানাজানি হয় আজ শুক্রবার।
প্রবাসী ইমরানের মা নিহারুন বেগম জানান, ১৫ বছর আগে তার ছেলের সঙ্গে সাহেদার বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে সন্তান রয়েছে। বিয়ের ৫ বছর পর ইমরান ওমানে চলে যায়। এর মধ্যে আড়াই বছর আগে একবার দেশে এসে মাসখানেক ছিল। তারপর আবারও চলে যায়।
স্থানীয়রা জানান, যে যুবকের সঙ্গে সাহেদা পালিয়ে গেছেন তিনি কৃষক। গত মঙ্গলবার সকালে স্বর্ণ ও নগদ টাকা নিয়ে বাড়ি থেকে বের হন সাহেদা। এরপর থেকে আলমও বাড়িতে নেই। খোঁজ নিয়ে জানা যায়, সাহেদা আলমের সঙ্গে পালিয়ে গেছে। এ ঘটনায় গত বুধবার ইমরানের মামা লিঠু মোল্যা থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ বিষয় আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তার বাড়ির কয়েকজন জানান, আলম কিছুদিন ধরে বাড়িতে নেই। কোথায় আছে তা কেউ জানে না। অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সালথা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাছেদ বলেন, আলমের পরিবার তাদের ছেলে ও ওই নারীকে উদ্ধার করে দিতে চেয়েছেন। তাদের উদ্ধারের পর কি করা যায় তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
দেশের খবর