এ ঘটনায় র্যাব-৮, বরিশাল’র ডিএডি আল-মামুন শিকদার বাদী হয়ে কোতোয়ালি থানায় চুরি ও প্রতারক আইনে মামলা দায়ের করেছেন।
র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গত ২২ সেপ্টেম্বর বরিশাল নগরীর কাকলির মোড়ে অবস্থিত একটি মোবাইলফোনের শো-রুম থেকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে স্যামসাংয়ের গ্যালাক্সি জে-৬ সিরিজের একটি ফোনসেট নিয়ে যায় প্রতারক আতিকুল। পরে শো-রুম মালিক র্যাবের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে সিসি ক্যামেরার ছবি দেখে ও উন্নত প্রযুক্তির ব্যবহারে প্রতারক আতিকুলকে আটক করে র্যাব-৮ এর সদস্যরা। অভিযানে আতিকুলকে আটক এবং তার কাছ থেকে ২১ হাজার ৯০০ টাকা মূল্যের স্যামসাং গ্যালাক্সি জে-৬ মোবাইল সেটটি উদ্ধার করা হয়।
বরিশালের খবর