বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র ফাঁস চেষ্টার ঘটনায় গ্রেফতার ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে। রোববার (২৬ নভেম্বর) গ্রেফতারদের বরিশালের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অমিত কুমার দে তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) মো. নাসির উদ্দিন মল্লিক জানিয়েছেন- এই ঘটনায় ডিবি পুলিশের এসআই আশীষ পাল গ্রেফতারদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা আইনের ধারায় একটি মামলা দায়ের করেছেন।
ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দের পাশাপাশি ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। ওই ঘটনায় তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কী না জানা যায়নি।
শিরোনামবরিশালের খবর