বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১১ অপরাহ্ণ, ২৪ জুন ২০২০
বার্তা পরিবেশক, অনলাইন :: প্রাইভেট পড়ানোর সময় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৭) ধর্ষণচেষ্টার অভিযোগে মিথুন চন্দ্র (২১) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার(২৩ জুন) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের শাখাতী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট শিক্ষক মিথুন চন্দ্রের কাছে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ছাত্রী প্রাইভেট পড়তে যায়। কিন্তু বাড়িতে তাকে একা পেয়ে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিথুন। এ সময় ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে মিথুন চন্দ্র পালিয়ে যায়।অভিযুক্ত প্রাইভেট শিক্ষক মিথুন চন্দ্র উপজেলায় মদাতী ইউনিয়নের শাখাতী এলাকার হিমাংসু রায়ের ছেলে। গতকালই তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
পরে কালীগঞ্জ থানায় অভিযোগ করলে বিষয়টি আমলে নেয় পুলিশ। এরপর বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরাদ মণ্ডল বলেন, ‘অভিযুক্ত প্রাইভেট শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ বুধবার সকালে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে।’