৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ ২ স্কুলছাত্রী উদ্ধার, মেলেনি স্বর্ণার সন্ধান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০০ অপরাহ্ণ, ০৪ মে ২০১৭

বরিশালের বানারীপাড়া উপজেলায় নিখোঁজ তিন স্কুলছাত্রীর মধ্যে দু’জনকে উদ্ধার করেছে পুলিশ।  তাদের মধ্যে চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তারকে বরিশাল সদর উপজেলার কাশিপুর থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় উদ্ধার করা হয়।

বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী আখি মিস্ত্রিকে তার পরিবারের লোকজন বরিশাল নগরীর বিনোদন কেন্দ্র মুক্তিযোদ্ধা পার্ক থেকে উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ২টার দিকে বিষয়টি বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন। তবে তাদের সাথে নিখোঁজ অপর ছাত্রী স্বর্ণার কোন সন্ধান পায়নি পুলিশ। কিন্তু উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান লিটন মোল্লা বরিশালটাইমসকে জানান- শার্শী বাজারের সামনে সুমাইকে দু’যুবকের সাথে কথা বলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তারা সুমাইয়াকে আটক করে আমাকে খবর দেয়। পরে বানারীপাড়ায় যোগাযোগ করে জানতে পারি নিখোঁজ তিন স্কুলছাত্রীর মধ্যে সুমাইয়া একজন। বিষয়টি তাৎক্ষণিক বানারীপাড়া থানার ওসিকে অবহিত করলে তিনি বুধবার (০৩ মে) দিবাগত রাত ১টার দিকে আখিকে বানারীপাড়ায় নিয়ে যান।

বানারীপাড়া থানার ওসি সাজ্জাদ হোসেন বরিশালটাইমসকে বলেন- তাসলিম নামে এক মেয়ে খারাপ পথে চলে গেছে। তার বুদ্ধিতেই তিন স্কুলছাত্রী পালিয়ে যায়। বুধবার দিবাগত রাতে কাশিপুরের ইউপি চেয়ারম্যানের সহায়তায় আখিকে উদ্ধার করা হয়। আমাদের ধারনা তাসলিম ফুসলিয়ে ওদেরকে খারাপ পথে নেয়ার চেষ্টা করছিলো।

অরেকজন অর্থাৎ স্কুলছাত্রী আঁখি মিস্ত্রিকে বুধবার সন্ধ্যায় নগরীর মুক্তিযোদ্ধা পার্ক থেকে উদ্ধার করেছে তার (আখির) চাচা অমল মিস্ত্রি। আখিসহ ৪ মেয়ে একটি মাহেন্দ্রাযোগে মুক্তিযোদ্ধা পার্কে ঘুরতে যায়। এসময় আঁখির পরিবারের লোকজন ওই পার্কে অবস্থান করছিলো। মাহেন্দ্রাতে দু’যুবকও ছিলো।

এসময় আঁখিকে তার চাচা নিয়ে আসলেও বাকী তিন মেয়ে কোথায় গেছেন। কিন্তু ওই গাড়িতে থাকা বাকিরা কোথায় গেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে গত মঙ্গলবার প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হয় বানারীপাড়া বালিকা বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্রী স্বর্ণা আক্তার (১৩), আখি মিস্ত্রি (১৩) এবং চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সুমাইয়া আক্তার (১২)।

নিখোঁজ তিন স্কুলছাত্রীর মধ্যে স্বর্ণা উপজেলার রায়েরহাট এলাকার হেলাল খানের কন্যা, সুমাইয়া চাখারের কবির হোসেনের কন্যা এবং আখি মিস্ত্রি উপজেলার সুভাষ মিস্ত্রির মেয়ে।

এ ঘটনায় বুধবার বানারীপাড়া থানায় পৃথক দুটি জিডি করা হয়। তবে নিখোঁজ আখির পরিবার থেকে কোন সাধারণ ডায়েরি করা হয়নি বলে জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।’

পুলিশ জানায়- মঙ্গলবার বানারীপাড়া পৌরসভা এলাকার মাহামুদিয়া মাদ্রাসা সংলগ্ন স্কুল শিক্ষিকা দোলার বাসায় প্রাইভেট পড়তে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয় তিন স্কুলছাত্রী। এরপর থেকে তারা নিখোঁজ হয়।”

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন