গত ২৪ অক্টোবর সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমনির জন্মদিন বেশ ঘটা করে পালন করা হয়েছে। সেদিন দিনের বেলা পথ-শিশুদের সঙ্গে খেলাধুলা ও খাওয়া-দাওয়া করেই কাটান পরী। সারাদিন সুবিধাবঞ্চিত শিশুদের সাথে সময় কাটানোর পর সন্ধ্যায় আপনজন ও বন্ধুদের নিয়ে রাজধানীর একটি রেস্টুরেন্টে পার্টির আয়োজন করেন তিনি। ওই আয়োজনে ড্রেস কোড দিয়েছিলেন অতিথিদের। সবাইকে সাদা বা নীল পোশাক পরতে হবে। অতিথিরা নায়িকার আব্দারও মেনেছিলেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় পরী তার নিজস্ব ফেসবুকে পেইজে নানা ভঙ্গিমায় মনের মানুষ ‘লাভগুরু’ খ্যাত বিনোদন সাংবাদিক তামিম হাসানের সাথে কয়েকটি ছবি পোস্ট করেন। বরিশালের খবর