বরগুনার আমতলী পৌরসভার এক কলেজছাত্রীকে অপহরণের ৩ মাস পর উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে আমতলী উপজেলার শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সূত্রের খবর হচ্ছে- আমতলী পৌরসভা এলাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রীকে পৌরসভার সোনাখালী এলাকার মো. জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে মুঠোফোনে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। এ প্রস্তাবে রাজি না হওয়ায় কলেজে আসা-যাওয়ার পথে প্রায়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন জহিরুল। কলেজছাত্রীকে উত্ত্যক্তের বিষয়টি স্বজনেরা জহিরুলের বাবাকে জানালে তিনি আরও ক্ষিপ্ত হন।
গত ২৪ জুন বেলা ১১টার দিকে জহিরুল তার ৩ থেকে ৪জন বন্ধুদের নিয়ে বাড়ির সামনে থেকে ওই ছাত্রীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। এ ঘটনায় গত ১৮ জুলাই অপহৃতের মা বাদী হয়ে জহিরুল ইসলামকে প্রধান আসামি করে চারজনের নামে আমতলী থানায় অপহরণ মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল-মামুন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে শাখারিয়া বাসস্ট্যান্ড থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, উদ্ধার হওয়া কলেজছাত্রীকে পুলিশি হেফাজতে জবানবন্দি ও ডাক্তারি পরীক্ষার জন্য আদালত এবং হাসপাতালে পাঠানো হয়েছে।’
শিরোনামপটুয়াখালি