ফসলি জমিতে ইটভাটা স্থাপনের প্রতিবাদে মানববন্ধন
লালমোহন (ভোল) প্রতিনিধি: ভোলার লালমোহনের পার্শ্ববর্তী উপজেলা তজুমদ্দিনের শম্ভুপুর ইউনিয়নে ফসলি জমিতে অবৈধভাবে ইটভাটা স্থাপনের প্রতিবাদে ও অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা।
বুধবার দুপুরে দক্ষিণ শম্ভুপুর গ্রামের সচেতন জনগোষ্ঠীর ব্যানারে শুভ সিটি ব্রিকস নামের ওই ইটভাটার
সামনে এ মানববন্ধন করেন তারা।
এসময় বক্তারা বলেন, ফসলি জমিতে ইটভাটা স্থাপনের কোনও নিয়ম না থাকলেও অবৈধভাবে ফসলি জমিতে ইটভাটা স্থাপন করেছেন আবুল কাশেম হাওলাদার। এ ইটভাটার কারণে আশেপাশের জমিতে চাষাবাদ বন্ধ হয়ে যাবে, পরিবেশ হুমকির মুখে পরবে।
তাই ফসলি জমি ও পরিবেশ বাঁচাতে অবিলম্বে ইটভাটা অপসারণের দাবি জানান তারা। এসময় স্থানীয় জনসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করেন স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এব্যাপারে তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগম বলেন, পূর্বের একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নির্দেশে ইটভাটার স্থান পরিদর্শনপূর্বক প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।
তবে বর্তমানে ইটভাটা সংক্রান্ত কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগের খবর, ভোলা