দীর্ঘ পাঁচ বছরের বিরতির পর আবারও ঢাকার ফুটবলে ফিরছে চট্টগ্রাম মোহামেডান। ২০১০-১১ মৌসুমে বাংলাদেশে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে ঢাকার ফুটবল থেকে হারিয়ে যায় চট্টগ্রামের এই দলটি, পেশাদার লিগের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম তিনটি আসরে খেলেছিল তারা। অবনমিত হওয়ার পর ঢাকায় ফেরার আর কোন উদ্যোগ নেয়নি ক্লাবটি, আগামী ১০ অক্টোবর থেকে শুরু হওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ খেলে ঢাকার ফুটবলে প্রত্যাবর্তন করছে চট্টগ্রাম মোহামেডান।
আজ শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির তৃতীয় জরুরি সভায় এটি চূড়ান্ত হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় বাংলাদেশ চ্যাম্পিয়নওশপ লিগ ২০১৫-১৬তে মোট ৮টি দল খেলবে। দলগুলো হলো টিএন্ডটি ক্লাব-মতিঝিল, অগ্রণী ব্যাংক লিমিটেড স্পোর্টস ক্লাব, ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব, ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, বাংলাদেশ পুলিশ এসি এবং কাওরান বাজার প্রগতি সংঘ, চট্টগ্রাম মোহামেডান এসসি ও সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড। এর মধ্যে সাইফ স্পোর্টিং ক্লাব সম্পূর্ণ নতুন দল। কাওরান বাজার প্রগতি সংঘও পেশাদারী লিগের দ্বিতীয় স্তরে প্রথম খেলছে।
সভা শেষে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেছেন, ‘আরও দুটি দল-কক্স সিটি ও শুকতারা যুব সংসদকে বিবেচনায় রাখা হয়েছে, যাদের ব্যাপারে পরবর্তীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শর্তসমূহ যাচাই-বাছাই সাপেক্ষে সিদ্ধান্ত নেবে বাফুফে।’
সভা শেষে আরও জানানো হয় আগামী ১৬ সেপ্টেম্বর বিকাল ৪টায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা জাতীয় ফুটবল দলের উপস্থিতিতে এই দল সম্পর্কে বাফুফের ভবিষ্যত পরিকল্পনা জানানো হবে। দলের সদস্যদের নিয়ে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনা নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি বাফুফে সভাপতি কাজী সালাউদ্দীন, ‘আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি, যথা সময়ে জানানো হবে সবকিছু। আমরা আমাদের মেয়েদের পাশেই আছি এবং থাকবো।’