৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘ফুলবাড়ি দিবসে’ বরিশালে বিক্ষোভ সমাবেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪৪ অপরাহ্ণ, ২৬ আগস্ট ২০১৬

ফুলবাড়ি দিবস’ উপলক্ষে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বরিশাল শাখার নেতারা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে কমিটির  আহ্বায়ক অধ্যাপক বিশ্বজিৎ বাড়ৈর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন বরিশাল শাখার আহ্বায়ক দেওয়ান আব্দুর রশীদ নিলু, সিপিবির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম, শন্তি দাস, রুমিনা ইয়াসমিন প্রমুখ।

 পরে মিছিল নিয়ে নেতারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলবাড়ি আন্দোলনে পুলিশ ও বিডিআরের গুলিতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান।

22 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন