৪ মিনিট আগের আপডেট সকাল ১০:৩৮ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ফুল এইচডি নিয়ে আসছেন মোশাররফ করিম

বরিশাল টাইমস রিপোর্ট
১২:০১ অপরাহ্ণ, মার্চ ২০, ২০১৮

নাটকের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। বলা যায় টিভি নাটকে বিনোদনে ভরপুর প্যাকেজ। মূলত খণ্ডনাটক নিয়েই ব্যস্ততা তার। এতদিন ধারাবাহিক নাটকে খুব একটা দেখা যায়নি তাকে।

তবে সম্প্রতি কয়েকটি ধারাবাহিক নাটকে নিয়মিতই অভিনয় করছেন মোশাররফ করিম। তার মধ্যে একটি হচ্ছে- অরন্য আনোয়ার রচিত ও পরিচালিত মাছরাঙা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ফুল এইচডি’।

এটিতে বেশ আগ্রহ নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন মোশাররফ করিম। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন- ‘সাধারণত ধারাবাহিক নাটকে অভিনয় করা হয় না আমার। কারণ প্রায় নাটকেই দেখা যায় গল্প ঠিক থাকে না। শুরুর দিকে কিছুটা ঠিক থাকলেও শেষের দিকে গল্প ঝুলে যায় কিংবা সাবজেক্টের বাইরে চলে যায়।

তাই পুরো স্ক্রিপ্ট হাতে না পেলে এবং নাটকের সর্বশেষ অবস্থা কী থাকছে সেটি না জেনে ধারাবাহিকে অভিনয় করছি না। এখন যে কয়টি ধারাবাহিকে অভিনয় করছি, সবগুলোর গল্প ভালো। এগুলোতে অভিনয় করতে কোনো সমস্যাও হচ্ছে না। দর্শকরা নাটকগুলো ভালোভাবেই নেবেন এ ধারণা আগেই ছিল।

প্রচারে আসার পর সত্যিই দর্শকরা ভালোভাবে নিচ্ছেন নাটকগুলো। আশাকরি শেষ পর্যন্ত গল্পের ধারাবাহিকতা থাকবে।’ এ নাটকের মাধ্যমেই এবারই প্রথম এক ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করছেন মোশাররফ করিম, তাহমিনা সুলতানা মৌ ও মৌসুমী নাগ।

সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এ তিন অভিনয়শিল্পী একসঙ্গে শুটিংও করেছেন। নাটকটি প্রতি রোববার থেকে বুধবার রাত ৮টা ১৫ মিনিটে মাছরাঙা টিভিতে প্রচার হয়।

বিনোদনের খবর

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা  চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল  ঝালকাঠিতে ডিসির গাড়িতে ধাক্কা: ট্রাকচালক কারাগারে  মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম  কলাপাড়ায় ১ টাকায় ইফতার  বাকেরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ: ১২ দিনেও হয়নি তদন্ত  রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ  পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা  সংবাদ প্রকাশের পর জীবিত হলেন সেই শিউলী!  পোলট্রি খাতে ৫২ দিনে ৯৩৬ কোটি টাকা লুট!