কুয়াকাটাগামী বিকল্প সড়কের বালিয়াতলীতে ফেরিঘাটের গ্যাংওয়ে ভেঙে যাওয়ায় সব ধরনের হালকা যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। গ্যাংওয়েটি সোমবার বিকেলে ভেঙে যায়। এমনকি খেয়া পার হয়ে মানুষের যোগাযোগও বন্ধের উপক্রম হয়েছে।
গ্যাংওয়েটি ভেঙে পড়লে এক স্কুল ছাত্রসহ চারজন আহত হয়। এরা হচ্ছে মনির ঘরামি, রুবেল, ইসা ও মোস্তফা। বর্তমানে গ্যাংওয়েটি পানির নিচে তলিয়ে আছে।
জানা গেছে, খেয়া ভিড়লে যাত্রীসহ হালকা যানবাহন গ্যাংওয়ে দিয়ে কিনারে যাচ্ছিল, এ সময় ভেঙে পড়ে।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) দীপক কুমার রায় জানান, তিনি বিষয়টি জেনে ব্যবস্থা নেবেন।