৩ িনিট আগের আপডেট সকাল ১১:২৫ ; সোমবার ; ডিসেম্বর ১১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ফের তিন্নির ঘর ভাঙার গুঞ্জন!

বরিশালটাইমস রিপোর্ট
৭:০৮ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০১৬

ফের ঘর ভাঙছে তিন্নির, এমনটাই গুঞ্জন ছড়িয়ে পরেছে চারিদিকে। হিল্লোলের সাথে বিচ্ছেদের পর মিডিয়ার আড়ালে চলে গিয়েছিলেন একসময়ের আলোচিত এই তারকা। এরপর হঠাৎ করেই বিয়ে করেন সাদকে, কিন্তু এই বিয়েও ভেঙে যেতে চলেছে।

তার স্বামী আদনান হুদা সাদের সঙ্গে বনিবনা না হওয়ায় দীর্ঘ তিন মাস ধরে তিন্নি স্বামী-সংসার ছেড়ে আলাদা বাস করছেন বলে জানা গেছে। একটি সূত্র জানায়, সাদ সংসার টিকিয়ে রাখার চেষ্টা করলেও তিন্নির উদাসীনতা লক্ষ করা গেছে। অবশ্য সাদের সাম্প্রতিক ফেসবুক পোস্টগুলো থেকেও সেটাই অনুমান করা যায়।

বর্তমানে তিন্নি ও সাদ দুজন আলাদা থাকছেন। কিছুদিন আগে ফেসবুক স্ট্যাটাসে ইচ্ছেমতো বাড়ির বাইরে রাত কাটানো, কন্যা আরশীর খোঁজ-খবর না রাখাসহ তিন্নির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আনেন স্বামী সাদ। সেই সাথে এক বন্ধুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, নেশা করার মত অভিযোগও আনেন সাদ।

এদিকে এসব ব্যাপারে জানতে তিন্নির মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়। একই সাথে তিন্নির স্বামী সাদের ফোনে যোগাযোগ করা হলে তিনিও ফোন ধরেননি। তবে সাদ ও তিন্নির ঘনিষ্ঠ কয়েকটি সূত্র জানিয়েছে, সাদ ও তিন্নির সংসার ভাঙা কেবল সময়ের ব্যাপার মাত্র।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি আদনান হুদা সাদকে গোপনে বিয়ে করেন তিন্নি। বিয়ের বছরখানেক পর গত অক্টোবরে সেটা জানাজানি হয়। এর আগে তিন্নি বিয়ে করেন অভিনেতা আদনান হিল্লোলকে। বিয়ের কয়েক বছর পর তাদের বিচ্ছেদ হয়। সেই সংসারে এক কন্যার জননী ছিলেন একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি। এদিকে সাদকে বিয়ে করার পর সাদের সংসারেও আরশী নামে একটি কন্যাসন্তানেরও জন্ম দিয়েছেন তিন্নি।

বিনোদনের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  ঢাবির ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করবেন যেভাবে  বরিশালে ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু  ইসির নির্দেশে ব্যানার–ফেস্টুন মুক্ত বরিশাল নগরী  সমালোচনার পর আইনি বিপাকে বলিউডের ৩ তারকা  তফসিলের বৈধতা নিয়ে রিটের আদেশ আজ  ডিসি-এসপিদের ‘নজরদারিতে’ রাখছে ইসি  শিক্ষক নিয়োগ: ঘুসের টাকা ফেরত দিলেন প্রতিমন্ত্রী জাকির হোসেন  বরিশালসহ তিন বিভাগে পুরুষ কমছে  শাহজালালের মাজার জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু করবেন শেখ হাসিনা  ভোটে প্রার্থীকে ব্যয় করতে হবে নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্ট থেকে: ইসি