১২ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ নেতার পদত্যাগের ঘোষণা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ১১:৩১ পূর্বাহ্ণ, ০৩ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিলেন এক ছাত্রলীগ নেতা। শুক্রবার (২ আগস্ট) রাত সোয়া ৮টায় নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে তিনি এ কথা জানান। পদত্যাগের ঘোষণা দেওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো. শরিফ মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ।

জানা যায়, শরীফ মিয়া ২০১২ সালে ছাত্রলীগে যোগ দেন। গোকর্ণ ইউনিয়ন থেকে তিনি সহসভাপতি নির্বাচিত হন। পরে ২০২২ সালে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নির্বাচিত হন। ফেসবুক পোস্টে তিনি লিখেন, ‘২০১২ থেকে ২০২৪ এই এক যুগে আমি ছাত্রনেতা হয়েও বুকে হাত দিয়ে বলতে পারব এর সুযোগ নিয়ে আমি কখনো কোনো বেনিফিট নেইনি। নিজের ও নিজের বাবার টাকায় ছাত্র রাজনীতি করেছি।

কিন্তু বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে আমি অনুভব করি ছাত্রলীগ তার ঐতিহ্য, আদর্শ থেকে সরে এসেছে। এখন আমার ছাত্রত্ব নেই এবং আমি বিবাহিত। একজন ছাত্রলীগ কর্মী হিসেবে দেশ এবং দেশের মানুষের জন্য যে দায়িত্ব পালন করার কথা আমার মনে হচ্ছে সেটা পালন করতে আমি ব্যর্থ।’

এ ব্যাপারে মো. শরীফ মিয়া বলেন, আমি আমার বিবেকের তাড়নায় পদত্যাগ করেছি। বিষয়টি উপজেলা ছাত্রলীগের সভাপতিকে জানাব। এ বিষয়ে নাসিরনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচএম শুভ সিদ্দিক জানান, আমিও ফেসবুক পোস্টটি দেখেছি। এভাবে তো পদত্যাগ করা যায় না। পদত্যাগ করতে হলে লিখিতভাবে জেলা ছাত্রলীগকে জানাতে হবে।

129 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন