মানুষের হৃদয়কে নিয়ে শব্দের গাথুনী আর চমৎকার ভাষাশৈলীর সমন্বয়ে কবি লিলি খানের ২য় বই ‘পোড়া নয়নে স্বর্ণ দর্শন’ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান নন্দিতা প্রকাশ।
ঢাকার একুশে বই মেলায় নন্দিতা প্রকাশ এর ষ্টলে বইটি পাওয়া যাচ্ছে। এছাড়া বরিশালের সদর রোডের ওরিয়েন্টাল বুক ডিপোতে বইটি পাওয়া যাবে। ইতিমধ্যে প্রথম দিনেই বইটি পাঠকদের নিটক ব্যাপক সাড়া ফেলেছে। বইটিতে প্রেম, আশা, বাস্তবতা, অনুরাগ ইত্যাদি বিষয়ের জীবন্ত প্রতিচ্ছবি উঠে এসেছে কবির কবিতার শব্দচয়নে।
বইটির লেখক লিলি খান জানান, একুশে বই মেলায় প্রকাশনীর মাধ্যমে মোড়ক উম্মেচন করে পাঠকদের নিকট সরবরাহ
করা হচ্ছে। খুব শীঘ্রই বরিশালে বইটির আনুষ্ঠানিকভাবে মোড়ক উম্মোচন করা হবে। বইটিতে কোথাও লেখার মাধ্যমে নারী বা পুরুষকে নিয়ে বিভেদ তৈরি করা হয়নি। শিশুর অঙ্গের মত সহজ সরল শব্দচয়নের মাধ্যমে কবিতাগুলো প্রকাশ করা হয়েছে। কাব্য প্রয়াসগুলো পাঠকদের সহজে বোধগোম্য হবে বলেও জানান তিনি।”
বরিশালের খ্যতিমান পরিবারের সন্তান কবি লিলি খান অক্ষরবৃত্তে কবিতা চর্চা করলেও সমসাময়িক আধুনিক বাংলা কবিতায় তিনি সমান পারদর্শী। বর্তমানে আইন পেশার পাশাপাশি ছোটদের ম্যাগাজিন, জাতীয় পত্রিকায় তার বিভিন্ন লেখা প্রকাশিত হচ্ছে। এর আগে গত বছর সমকালীন কবি ও কবিতা নামের অপর একটি বই প্রকাশ করেন কবি লিলি খান।
শিরোনামখবর বিজ্ঞপ্তি, টাইমস স্পেশাল, বরিশালের খবর