‘বউ মেলা’
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আজ শনিবার (১৮ মার্চ) দিনব্যাপী ঐতিহ্যবাহী বউ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সিরাজগঞ্জ, পাবনা ও নাটোর জেলার মিলনস্থল করতোয়া নদীর পাড়ে নওগাঁ বাজার এলাকায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবছরের মতো এ বছরও মেলায় শত শত বউ, শাশুড়ি ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ উপস্থিত হয়েছেন। তারা কেনাকাটার পাশাপাশি মাজার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মামা-ভাগ্নের ভাঙা মসজিদ এবং ঐতিহাসিক ভানু সিং দীঘি দর্শন করছেন।
মেলায় প্রসাধনী সামগ্রী, আসবাবপত্র, গৃহস্থালী জিনিসপত্র, শিশু ও বড়দের পোশাক, ঝুড়ি, মিষ্টি, বাতাসা, জিলাপি সহ নানা মিষ্টান্ন পাওয়া যায়।
স্থানীয়রা জানায়, প্রতিবছর নওগাঁর শাহ শরীফ জিন্দানীর (রহ) মাজারে তিন দিনব্যাপী বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরশ শেষ হলে পরদিন মেলা বসে। মেলায় সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, চাটমোহর, পাবনার ভাংগুড়া ও নাটোরের গুরুদাসপুর উপজেলার হাজার হাজার মানুষ আসে। মেলা উপলক্ষে এ অঞ্চলের ঘরে ঘরে মেয়ে-জামাইকে আনা হয়।
মেলা আয়োজক কমিটির সদস্য অধ্যাপক জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজ শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা চলবে। প্রতিবছরের মতো এবারও মেলায় শত শত বউ, শাশুড়ি ও বিভিন্ন বয়সের নারী-পুরুষ উপস্থিত হয়েছেন। তারা কেনাকাটার পাশাপাশি মাজার, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, মামা-ভাগ্নের ভাঙা মসজিদ এবং ঐতিহাসিক ভানু সিং দীঘি দর্শন করছেন।’
দেশের খবর