১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

বকেয়া বেতনের দাবিতে বরিশালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৪৮ অপরাহ্ণ, ০৩ এপ্রিল ২০১৭

বরিশাল বিভাগের ২৬  পৌরসভা ও এক সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন ভাতা, পেনশন সুবিধাসহ সব সরকারি সুবিধা সরকারের রাজস্ব তহবিল থেকে পাওয়ার দাবি নিয়ে মানববন্ধন করেছেন।

সোমবার (০৩ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর কাশিপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন শেষে বিভাগীয় কমিশনারের মাধ্যমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের বরিশাল বিভাগীয় কমিটির আহ্বায়ক মো. আবু হানিফের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সদস্য সচিব মো. কামরুল হাসান, বাকেরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সহিদুল ইসলাম, ঝালকাঠি পৌরসভার সচিব শাহীন সুলতানা, স্বরুপকাঠী পৌরসভার সচিব মো. জাকির হোসেন, বরগুনা পৌরসভার সচিব রফিকুল ইসলাম এবং ভোলার মো. কামরুল হাসান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, সমবায় অধিদফতরসহ অনেক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী সরকারের রাজস্ব খাত থেকে বেতন ভাতা পান। কিন্তু জনসেবক হওয়া সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয় পৌরসভার রাজস্ব থেকে।

এ থেকে যে রাজস্ব আয় হয় তা দিয়ে নাগরিকদের চাহিদা অনুযায়ী সেবার মান নিশ্চিত করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া মেয়রদের পক্ষে কষ্টকর হয়।

ফলে কোনো কোনো পৌরসভায় ২ থেকে ২৯ মাস পর্যন্ত বেতন-ভাতা বকেয়া এবং আনুতোষিক থেকে বঞ্চিত হয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন কর্মকর্তা-কর্মচারীরা।

এমতাবস্থায় ন্যায্য দাবি পূরণে সরকারে সুদৃষ্টি কামনা করেন পৌর কর্মকর্তা-কর্মচারীরা।”

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন