তিন মাসের বেতন-ভাতার দাবিতে ফের আন্দোলনে নেমেছে বরিশাল সিটি কর্পোরেশনের নিয়মিত ও অনিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (১০ জুন) বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত তারা নগর ভবনের দ্বিতীয় তলায় মেয়রের কক্ষের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেন।
আন্দোলনকারীরা জানিয়েছেন- তাদের বেতন ভাতা পরিশোধ করা না হলে কর্মবিরতিতে যাবেন তারা।
বিক্ষোভরত সিটি করপোরেশনের কর্মচারীরা জানিয়েছে, গত তিনমাস ধরে নিয়মিত প্রায় ৫শ কর্মকর্তা-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। আর অনিয়মিত বা ডেইলি বেসিসের কর্মকর্তা-কর্মচারীদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। জুন মাস চলছে। সামনে ঈদ কিন্তু আমরা এখনো বেতন পাইনি।
বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান বরিশালটাইমসকে জানান, কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধের জন্য চেষ্টা চলছে। শীঘ্রই বিষয়টি সমাধান করা হবে।
এদিকে বেতন ভাতার দাবিতে কর্মচারীরা মেয়রকে কিছু সময় অবরুদ্ধ করে রাখারও খবর পাওয়া গেছে।’
শিরোনামবরিশালের খবর