বার্তা পরিবেশক, অনলাইন::: বগুড়ার শেরপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাড ভ্যান ঘরে প্রবেশ করায় কাজলী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কাজলী সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া গ্রামের গহর আলীর স্ত্রী।
জানা যায়, ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে অবস্থিত ঘরে প্রবেশ করে। এতে কাজলী খাতুন কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হন।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন সাংবাদিকদের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। পুলিশ কাভার্ড ভ্যানটি আটক করতে পারলেও চালক-হেলপার পালিয়ে গেছেন।
দেশের খবর