৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম

বঙ্গবন্ধু মানেই সোনার বাংলাদেশ- বরিশালে কর্নেল জাহিদ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, ১৬ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ জন্ম হতো না। এই মহান নেতার কারণেই জাতি স্বাধীনতার স্বাদ পেয়েছে। বরিশাল মহানগর আওয়ামী যুবলীগ আয়োজিত শোকসভায় বুধবার এসব কথা বলেন আওয়ামী লীগ নেতা কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ ফারুক শামীম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ছিলেন বলে আজ আমরা প্রিয় মাতৃভুমি পেয়েছি। সুতরাং বঙ্গবন্ধু মানেই যে সোনার বাংলাদেশ এটা আর বলার অপেক্ষা রাখে না।

শহরের রুপাতলীতে আয়োজিত ওই সভায় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আফজালুল করিম, যুবলীগ নেতা মাহামুদুল হক খান মামুন, শহর ছাত্রলীগ সভাপতি জসিম উদ্দিন এবং অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু প্রমুখ।

 

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন